5 effective methods to cure gas problems in the stomach (পেটে গ্যাসের সমস্যা নিরাময়ের ৫টি কার্যকরি পদ্ধতি)

পেটে গ্যাসের সমস্যা নিরাময়ের ৫টি কার্যকরি পদ্ধতি
5 effective methods to cure gas problems in the stomach

প্রত্যেক মানুষের পেটে গ্যাসের সমস্যা রয়েছে।সাধারনত এইসময় অ্যাসিডিটি বা গ্যাস্টিকের সমস্যা ব্যাপক ভাবে দেখা দেয়। তাই বলে কি উৎসবে খাওয়া দাওয়া বন্ধ রাখবেন? তাও কি সম্ভব! শুধু উৎসবে সময় নয় বছর কিভাবে পেটের গ্যাসের সমস্যা থেকে বেঁচে থাকবেন তার জন্য রয়েছে কার্যকর কিছু ঘরোয়া উপায়ে। আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী সেই উপায় গুলো।
ক) তুলসি তুলসির অ্যান্টিউলার উপাদান পেটের গ্যাস দূর করে। পেটে গ্যাস হলে ৫-৬টি তুলসি পাতা চিবিয়ে খান। দেখবেন সাথে সাথে পেটের গ্যাস অনেকটা কমে গেছে।

খ) দারুচিনি হজমশক্তি বৃদ্ধিতে দারুচিনি বেশ উপকারী একটি মশলা। এটি প্রাকৃতিক এনটাসিড হিসাবে কাজ করে থাকে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে। এক কাপ পানিতে আধা চাচামচ দারুচিনি গুঁড়ো মেশান। কয়েক মিনিট সেটি জ্বাল দিন। এটি দিনে ২/৩ বার পান করতে পারেন।


ঘ) আদা পেটে গ্যাসের সমস্যা দূর করার জন্য একটি সহজ উপাদান হল ‘আদা’ । এটি বদ হজমও দূর করে থাকে। প্রতিদিন খাবার পর এক টুকরা আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সম্যসা করবে না। এছাড়া আদা চা,আদা পানি পান ও গ্যাসের সমস্যা দূর করতে সহায়ক।

ঙ) অ্যালোভেরা জুস অ্যালোভেরা জেলে শুধু রুপচর্চায় ব্যবহার হয় না, এর স্বাস্থ্য উপকারিতা অনেক। খাবার খাওয়ার আগে আধা কাপ অ্যালোভেরা জুস খেয়ে নিন। অ্যালোভেরার ল্যাক্সাটিভ উপাদান পেটের গ্যাস দূর করে। খাবার হজম করতে সাহায্য করে। টিপস: খাবার খাওয়ার সময় মেনে চলুন এই টিপসগুলো।ভালো করে খাবার চিবিয়ে খান।

কোন খাবারে আপনার অ্যালার্জি আছে কিনা সেটি দেখে নিন।
একবারে বেশি খাবার না খেয়ে। অল্প করে বার বার খাবার খান।
কার্বনেটেড ড্রিংকস বা ক্লোড ড্রিংক্স কম পান করুন।
বেশি করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন পালং শাক, কলা,বাদাম ইত্যাদি খাওয়ার অভ্যাস করুন।


Comments

Popular posts from this blog

দাদ-হাজা-চুলকানির চোটে জেরবার? এগুলো সারিয়ে তুলুন এই ৮ টি ঘরোয়া পদ্ধতি Dada-Haza-itchana small to save? Correct these 8 domestic methods.

Imgamma - Download V2 - PIN (CH)

চিকুনগুনিয়া তো সেরেছে কিন্তু ব্যথা সারেনি।কি করবেন? Chikunagunya fever is good but pain is not good. What will you do?