আপনার নাভিতে ২ ফোটা তেলই রোগমুক্তির উপায়। The way to get relief in your navel-free oil.

আপনার নাভিতে ২ ফোটা তেলই রোগমুক্তির উপায়। The way to get relief in your navel-free oil. ছোট সময়ে মুরুব্বিদের কাছে শুনেছি নাভি হচ্ছে দেহের মূল, জন্ম সূত্র। পৃথিবীতে অনেক ধরনের চিকিৎসা এই নাভি দ্বারা হয়ে থাকে। কথায় বলে নাভি ঠিক ত সব ঠিক। দেখা যাক কি কি হয় এই নাভিতে? অসহ্য গাঁটে ব্যথা, হাঁটু ব্যথা, ঠাণ্ডা, ফ্লু, সর্দি ও ত্বকের সমস্যা দেখা দিলে দু’তিন ফোটা তেল নাভিতে ঢেলে দেখুন কী হয়! একদম মুহূর্তের মধ্যেই আপনার শরীর থেকে একে একে সব সমস্যা হাওয়া হয়ে যাবে। কী বিশ্বাস হচ্ছে না তো! তবে একাধিক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা মাত্র দু’তিন ফোটা তেল নাভিতে ঢেলে মালিশ করে এসব সমস্যা সারিয়েছেন। আপনি জেনে অবাক হবেন, সনাতন চিকিৎসা পদ্ধতি মানুষ এখনও অনুসরণ করে এবং বিশ্বাসও করে। ওইসব সনাতন চিকিৎসায় দারুণ ফলও পাওয়া যায়। নির্দিষ্ট কয়েকটি তেল দু’তিন ফোটা নাভিতে ব্যবহার করলেই যাদুর মতো অনেক রোগ কমে যায় এবং এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তাহলে দেরি কেন? আসুন জেনে নেয়া যাক কোন তেল নাভিতে ব্যাবহারে আপনি কি কি রোগ সারাতে পারবেন; ১। ফাটা ঠোঁট ও গিরায় ব্যথা: আপন...