১২ টি লক্ষন পড়ে বুঝে নিন আপনি কখনোই ধনী হবেন না। See 12 signs, and understand that you will never be rich.

১২ টি লক্ষন পড়ে বুঝে নিন আপনি কখনোই ধনী হবেন না।
See 12 signs, and understand that you will never be rich.
you will never be rich

সাধারনত আমরা কেহই অকর্মা নই। ধরে নিন, আপনি বেকার নন, কাজকর্ম করেন। আয়-রোজগারও নেহাত কম নয়। তা-ও যা আয় হচ্ছে, মাস শেষে তাকিয়ে দেখছেন, হাতে আর কিছুই নেই। প্রতি মাস শেষে টানা টানি করতে হয়।বড় কোন ঝামেলা মেটাতে ঋণ করতে হয়।

কিন্তু এ যেনো দিন এনে দিন খাওয়ার মতই অবস্থা। মনে প্রশ্ন আসতে পারে, সব সময়ই কি এমন দরিদ্র দশায় কাটবে? যদি এগুলোর কোনোটি বা কিছু আপনার
মধ্যে থেকে থাকে, তাহলে বুঝবেন—ধনী হওয়া আসলে সম্ভব নয় আপনার পক্ষে!


১। নির্দিষ্ট সময় আর দিনের বিষয়ে ভিত্তি করে আপনি পারিশ্রমিক পেতে চান। ধনী এবং সফল ব্যক্তিরা তাঁদের কাজের ফলাফলের ভিত্তিতে পারিশ্রমিক চান।
২। অর্থ উপার্জনের জন্য আপনার তেমন নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।
৩। আপনি সবকিছুর আগে আগে খরচ করেন। এর পর যতটুকু অবশিষ্ট থাকে, সেটাই সঞ্চয় করেন।
৪। আপনি বিশ্বাস করে বসে আছেন যে আপনার পক্ষে কখনোই ধনী হওয়া সম্ভব নয়!
৫। আপনি সঞ্চয়ের ওপর অনেক বেশি গুরুত্ব দেন, কিন্তু আয়ের বিষয়ে গুরুত্ব দেন না।
৬। আপনি এখনো কোনো কিছুর ওপর বিনিয়োগ শুরু করেননি।
৭। আপনি এমন সব জিনিসপত্র কিনে ফেলেন, যেগুলো চালানোর বা রক্ষণাবেক্ষণের ক্ষমতা আসলে আপনার নেই।
৮। আপনি অন্য কারো স্বপ্ন পূরণের চেষ্টা করে চলছেন, নিজেরটা নয়!
৯। নিজের জন্য নিরাপদ এবং আরামদায়ক আঙিনার বাইরে যেতে চান না আপনি।
১০। যে কোন কাজ নিয়ে আপনি চিন্তা করেন বেশি, কিন্তু কাজ শুরু করেন না।
১১। লোকের কথার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন, নিজের চিন্তাকে নয়।
১২। জীবনে পরিক্ষাকে বেশি ভয় পেয়েছেন এবং এখনও পাচ্ছেন।




তবে সব কথার শেষ কথা একটাই মানুষ পাড়ে না এমন কোন কাজ নেই। আপনি এখন থেকে শুরু করুণ দেখবেন আপনি জিতে গেছেন।উদাহরনঃ একদিন না খেয়ে থেকে যদি ৫ দিন ভাল থাকা যায় তবে মন্ধ কি!


Comments

Popular posts from this blog

দাদ-হাজা-চুলকানির চোটে জেরবার? এগুলো সারিয়ে তুলুন এই ৮ টি ঘরোয়া পদ্ধতি Dada-Haza-itchana small to save? Correct these 8 domestic methods.

Imgamma - Download V2 - PIN (CH)

চিকুনগুনিয়া তো সেরেছে কিন্তু ব্যথা সারেনি।কি করবেন? Chikunagunya fever is good but pain is not good. What will you do?