Food is not enough for humans to survive, necessarily being managed by the rule.
CNN International News Live TV from USA(সরাসরি দেখুন সি এন এন সংবাদ )
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
(সরাসরি দেখুন সি এন এন সংবাদ ) The Cable News Network is an American basic cable and satellite
television channel that is owned by the Turner Broadcasting System
division of Time Warner. Info: Watch CNN International english News Live TV
streaming from USA in High quality like sd, hd and 720p on your phone,
pc and laptops and desktop.
চিকুনগুনিয়া তো সেরেছে কিন্তু ব্যথা সারেনি।কি করবেন? Chikunagunya fever is good but pain is not good. What will you do? গ্রীষ্মের শুরু থেকেই ঢাকাসহ বড় শহরগুলোতে দেখা দিয়েছে চিকুনগুনিয়া। অতি অল্প সময়ে অধিকসংখ্যক মানুষকে একই সঙ্গে আক্রান্ত করতে পারা এই ভাইরাসের এক অনন্য বৈশিষ্ট্য। জ্বর, র্যাশের সঙ্গে প্রচণ্ড গিরাব্যথা ও পেশিব্যথার কারণে এ রোগের আরেক নাম ল্যাংড়া জ্বর। কিন্তু জ্বর ও প্রাথমিক উপসর্গ সেরে যাওয়ার পরও বেশ কিছুদিন পর্যন্ত এই গিরাব্যথার স্থায়িত্ব, কখনো কখনো সম্পূর্ণ সেরে যাওয়ার পর আবার নতুন করে গিরা ফোলা বা ব্যথা দেখা দেওয়ায় ঘাবড়ে যাচ্ছেন অনেকে। কেউ ভাবছেন এটা নতুন কোনো অসুখ, আবার ছুটছেন চিকিৎসকের কাছে। কেউ ভাবছেন চিকুনগুনিয়া হয়তো সন্ধি হাড় একেবারেই নষ্ট করে দিল। এমনিতে ভাইরাসজনিত রোগে ব্যথানাশক ব্যবহার করা প্রায় নিষেধ, কিন্তু এই প্রচণ্ড ব্যথা-বেদনা সামাল দেবেন কীভাবে? আর জ্বর সেরে যাওয়ার পনেরো দিন, এক মাস এমনকি তার বেশি সময় পর্যন্ত ব্যথা-বেদনা না সারা কি অন্য কোনো রোগ বা বাতের লক্ষণ? চিকুনগুনিয়াজনিত ব্যথা-বেদনার উপসর্গগুলোকে স্থায়িত্বের ওপর নির্ভর করে তিন...
দাদ-হাজা-চুলকানির চোটে জেরবার? এগুলো সারিয়ে তুলুন এই ৮ টি ঘরোয়া পদ্ধতি Dada-Haza-itchana small to save? Correct these 8 domestic methods. Dada-Haza-itchana গরম যখন বাড়ছে তখন বেশ কিছু ত্বকের সমস্যা থেকে দূরে থাকার সহজ উপায় না জেনে নিলে কিন্তু মুশকিল। এখন পারদের কাঁটা প্রায় ৪০ ছুঁই ছুঁই। এমন সময় ঘামের প্রকোপে আমাদের শরীরে বেশ কিছু ফাঙ্গাস এসে বাসা বাঁধে। যাদের করণে দাদ-হাজা চুলকানির মতো কষ্টকর ত্বকের রোগ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাই সাবধান! প্রশ্ন করতেই পারেন কীভাবে এই কাজটি করবেন, তাই তো? এই উত্তর পাবেন। তবে তার আগে জেনে নেওয়া ভাল যে রিং ওয়ার্ম বা দাদ ঠিক কী জিনিস! চিকিৎসা পরিভাষায় ডার্মাটোফাইটোসিস নামে পরিচিত এই রোগ মূলত কিছু ফাঙ্গাসের কারণে হয়ে থাকে। এমন রোগ সাধারণত শরীরের যে কোনও অংশে হতে পারে। তবে নখ, ত্বক এবং স্কাল্পে বেশি হতে দেখা যায়। প্রসঙ্গত, এই রোগটি ছোঁয়াচে। তাই বাড়ির কারও হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা উচিত। না হলে অল্প দিনেই বাকি সদস্য়দেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। রিং ওয়ার্ম বা দাদকে তার প্রকৃতি অনুযায়ী সাধারণত...
”চিকন গুনিয়ার” থেকে সাবধান হউন। Beware of "Chikungunya" যদি ও ২০০৮ সাল থেকে রোগটি বাংলাদেশে কিছু এলাকায় দেখা যাচ্ছিলো কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ ব্যাপক ভাবে চিকন গুনিয়ার ব্যাপকতা দেখা যাচ্ছে। এ রোগের প্রার্দুভাব দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ দেখা যাচ্ছে। চিকন গুনিয়া’ জ্বর নামে এক ধরণের ভাইরাস জ্বর এবার দেশের মানুষকে ভাবিয়ে তুলছে। আমরা অনেকেই এ জ্বরের নাম শুনে আতংকিত। এডিস মশার মাধ্যমে এতোদিন জেনে এসেছি ডেঙ্গু জ্বর হয়। যে জ্বরের উৎপত্তি আফ্রিকায় তা এবারই আমরা ঢাকা শহরে দেখতে পাচ্ছি এডিস মশার মাধ্যমে চিকন গুনিয়া জ্বর যা ভাইরাস আকারে ছড়াচ্ছে সব খানে।শরীরে জ্বর এলে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। চিকন গুনিয়া জ্বরের প্রভাবে শরীরের যে ব্যথা হয় তা খুবই বেদনাদায়ক এবং শরীরে এক ধরণের রেশ দেখা যায়। আমরা ইতোমধ্যেই মিডিয়ার কল্যাণে ও ডাক্তারগণের বক্তব্যে জানতে পারছি যে, চিকন গুনিয়া জ্বরের কোন প্রতিশেধক নেই, তবে নিজেকে বাঁচিয়ে রাখতে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে বলেছেন। যেমন এ জ্বর হলে মশারির ভিতরে থাকতে হবে যতদিন জ্বর না কমে।জ্বর কমিয়ে রাখতে প্যারাসিটামলজাতীয় ...
Comments