To avoid cancer, eat cigarettes.( ক্যান্সার এড়াতে সিগারেট খান।গাঁজার টানে নিপাত যাক ক্যানসার)

ক্যান্সার এড়াতে সিগারেট খান।
To avoid cancer, eat cigarettes.

তথ্য গুলো আমার মন গড়া তৈরী নয়। বিজ্ঞানিরা গভেষনা করে এই রকই তথ্য দিয়েছেন।আমি মন্দ বিষয়ে কাউকে উৎসাহিত করছিনা।ধন্যবাদ।

ধূমপান স্বাস্হ্যের পক্ষে হানিকারক, এতে ক্যানসার হতে পারে৷ এমই একটা লাইন ব্যবহার হয় সব সিনেমার আগে৷ মুখস্থ হয়ে গেছে সবার৷ এছাড়াও সিগারেটের প্যাকেটেই দিকে তাকালেই ভয়ঙ্কর একটা ছবি দিয়ে লেখা থাকে স্মোকিং কিলস্৷ কিন্তু এক গবেষক ক্যানসার এড়াতে এই সিগারেট খাওয়ারই পরামর্শ দিচ্ছেন৷ শুনে আঁতকে উঠলেন কি? এই গবেষক বলছেন তামাক গাছ নাকি ক্যানসারের সবচেয়ে বড় শত্রু৷

লাট্রোব বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. মার্ক হুলেটের দাবি এনওডি১ ক্যানসার কোষের ছড়িয়ে পরা রুখতে পারে৷ এগুলি প্যাথোজেন মেরে ফেলতে সক্ষম৷ এনএডি১ নিজেই ক্যানসার কোষ খুঁজে পাশের সুস্থ কোষকে অক্ষুন্ন রেখেই ক্যানসার কোষ নষ্ট করে দেয়৷ তবে এখনও ক্যানসার কোষের উপর বেশকিছু প্রয়োগ মূলক পরীক্ষা বাকি রয়েছে৷

গাঁজার টানে নিপাত যাক ক্যানসার


ধূমপান ক্যানসারের কারণ৷ তবে গাঁজা সেবন কোনও মতেই ক্যানসার ডেকে আনতে পারে না৷ কারণ এটি নাকি ক্যানসরের কোষ নষ্ট করে দেয়৷ সাম্প্রতিক এক গবেষণা এমনটাই বলছে৷

এক জনপ্রিয় ব্রিটিশ দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যানসার আটকাতে গাঁজার প্রভাব মারাত্মক৷ মার্কিন গবেষণায় বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষামূলক ভাবে গাঁজা ব্যাবহার করে দেখা গিয়েছে এটি বিশেষ কিছু ধরণের ক্যানসারের কোষ নষ্ট করে দেয়৷ এছাড়া ক্যানসার কোষের আকৃতিও কমিয়ে দেয় গাঁজা৷ দেখা গিয়েছে মারিজুয়ানা গাছের নির্যাস মস্কিষ্কের টিউমারের আকার ছোট করে দেয়৷ ইঁদুরের উপর এটি ব্যবহার করে দেখা গিয়েছে, ক্যানসারের কোষ নষ্টও করে দেয় এটি৷

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে গাঁজার উপর সরকারি নিষেধাজ্ঞা নেই৷ তবে বিশ্বের বেশিরভাগ দেশেই এটিকে বেআইনী মাদহ হিসেবে ঘোষণা করা হয়েছে৷ তবে ক্যানসার চিকিৎসায় গাঁজার অবদানে বিজ্ঞানীরা অনেকটাই আশাবাদী৷ আপাতত মারিজুয়ানা গাছ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানীরা৷

Comments

Popular posts from this blog

চিকুনগুনিয়া তো সেরেছে কিন্তু ব্যথা সারেনি।কি করবেন? Chikunagunya fever is good but pain is not good. What will you do?

দাদ-হাজা-চুলকানির চোটে জেরবার? এগুলো সারিয়ে তুলুন এই ৮ টি ঘরোয়া পদ্ধতি Dada-Haza-itchana small to save? Correct these 8 domestic methods.

Beware of "Chikungunya" (”চিকন গুনিয়ার” থেকে সাবধান হউন।)