What can cause kidney stones?(কি কি কারণে কিডনিতে পাথর হতে পারে?)
কি কি কারণে কিডনিতে পাথর হতে পারে?
What can cause kidney stones?

প্রশ্নঃ একজন মানুষের যে কিডনি থেকে শুরু করে প্রস্রাবের নালি, প্রস্রাবের থলি ইত্যাদি জায়গায় পাথর হচ্ছে, এর কারণ কী?
উত্তরঃ শরীরের অন্যান্য জায়গার পাথরের মতো কিডনিতে পাথর খুব প্রচলিত একটি রোগ। কিডনির পাথর অনেক কারণেই হতে পারে। যদি নির্দিষ্ট করে কোনো কারণ জিজ্ঞেস করা হয়, এ রকম কোনো কারণ নেই যার জন্য কিডনিতে পাথর হয়। একে আমরা ইডিওপ্যাথিক বলি।
বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায়নি। তবে অনেক কারণকে আমরা ধারণা করি। একটি হলো পানিশূন্যতা। শরীরে যদি পানিশূন্যতা থাকে, তাদের এটি বেশি হয়। কিছু ডায়াটারি ফেক্টর আছে। কিছু ঝুঁকির বিষয় আছে। কেউ যদি অক্সালেট সমৃদ্ধ খাবার বেশি খায় (যেমনঃ কচু কিংবা মিষ্টিআলু, কফি, চা ইত্যাদি) তাদের অক্সালেট পাথর বেশি হতে পারে। অনেক সময় প্রস্রাব যাদের বেশি সংক্রমিত থাকে, তাদের সমস্যা হয়। সংক্রমণ একটি অন্যতম কারণ। তাদের দেখা যায় স্ট্রোবাইন সংক্রমণ বেশি হয়।
মনে রাখবেন কিডনি ৮০% ভাগ খারাপ হয়ে গেলেও শরীরকে জানানদেয় না।
Comments